ফরিদপুরের সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৬ মার্চ। এ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতাদের নিয়ে মতবিনিময় সভার আয়োজন করেছে জেলা আওয়ামী লীগ। এরই অংশ হিসাবে মাচ্চর ইউনিয়নের আওয়ামী লীগের প্রার্থী ও নেতাদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। রবিবার দুপুরে শহরতলীর এ সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ওমর আলী মোল্যার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়র সহ সভাপতি শ্যামল ব্যানার্জী, সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, থানা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাক মোল্যা, সাধারণ সম্পাদক শামচুল আলম, শহর কমিটির আহবায়ক মনিরুল হাসান মিঠু, স্বেচ্ছাসেবক লীগের ঢাকা দক্ষিনের সাধারণ সম্পাদক তারেক সাঈদ, মাচ্চর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান সেক, মাচ্চর ইউনিয়ন যুবলীগের সভাপতি আতিকুর রহমান টুটুল, মাচ্চর ইউনিয়ন পরিষদের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী রিজন মোল্যা।
এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক আলী আজগর মানিক, শ্রমিক লীগের আহবায়ক গোলাম মো. নাছিরসহ মাচ্চর ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতারা।
সভাটি পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নিয়াজ জামান সজিব। সভায় আওয়ামী লীগের প্রার্থীকে জেতাতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
বিডি প্রতিদিন/এএম