আমরা সন্ত্রাসের রাজনীতি চাই না। রাজাকার আল বদরের বাংলাদেশ আর চাই না। দেশকে সন্ত্রাস মুক্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী নির্বাচনকে ঘিরে বিএনপি সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। তা প্রতিহত করতে মাঠে রয়েছে আওয়ামী লীগ।
রবিবার বিকালে নিজ এলাকা নেত্রকোনার পূর্বধলায় এক তৃণমূলের জনসভায় যোগদানকালে এসব কথা বলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন।
তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। তারা শান্তি চায়। আমরা এই জনগণকে সাথে নিয়ে বিএনপির সন্ত্রাসকে নির্মূল করবো।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা চাঁন মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন ৩১৮ সংসদীয় আসনের সংরক্ষিত সদস্য আহমদ হোসেন পত্নী জাকিয়া পারভীন খানম মনি।
বিডি প্রতিদিন/হিমেল