'সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প সংস্কৃতি’ স্লোগানে তৃতীয় বাংলাদেশ চলচ্চিত্র উৎসব উপলক্ষে কুড়িগ্রামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলছে চলচ্চিত্র প্রদর্শনী। রবিবার দুপুরে মজিদা আদর্শ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে চলচ্চিত্র ‘রূপসা নদীর বাঁকে’ প্রদর্শন করা হয়।
এ উপলক্ষে কুড়িগ্রাম শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম টুকু, বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান মন্ডল, সাইদ হাসান লোবান, আয়নাল কবির, মেহেদী হাসান, কাউছার আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/এএম