বগুড়ার সারিয়াকান্দিতে গত শনিবার মাদক ব্যবসার অভিযোগে গ্রেফতার হওয়া এক যুবককে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী। এ ঘটনায় রবিবার বিকেল পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করেছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৫ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়।
জানা যায় গত শনিবার বিকেলে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করার পর গ্রামবাসীরা তাকে ছিনিয়ে নেয়। অভিযুক্ত যুবক সেবিন ইসলাম (৩২) রামচন্দ্রপুর গ্রামের মোজ্জাফর রহমানের ছেলে ও ওই বাজারের বিসমিল্লাহ ফার্মেসির মালিক। গত শনিবার মাদক মামলায় দুই আসামিকে গ্রেফতার করলে গ্রেফতারকৃতরা সেবিন ইসলামের নিকট থেকে মাদক কেনা-বেচা করে বলে পুলিশকে জানায়। পুলিশ এই অভিযোগে সেবিনকে আটক করে।
সারিয়াকান্দি থানার ওসি রাজেস কুমার চক্রবর্তী জানান শনিবার দুপুরে মাদকদ্রব্য লোপেন্ডা ট্যাবলেট সেবনের দায়ে আপেল মাহমুদ ও ওয়াসিম মিয়া নামের দু’জন যুবককে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রামচন্দ্রপুর বাজারে বিসমিল্লাহ ফার্মেসিতে অভিযান করা হয়। এসময় প্রতিষ্ঠানটির মালিক সেবিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাকে পুলিশের গাড়িতে তুলতে গেলে আত্মীয় স্বজন ও গ্রামবাসীরা সেবিনকে ছিনিয়ে নেয়। তিনি আরও জানান সেবিন একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। এরআগেও তার বিরুদ্ধে দুইটি মাদক মামলা চলমান আছে। এ ঘটনায় সেবিনসহ অন্যানদের গ্রেফতারের চেষ্টা চলছে। পুলিশ বাদী হয়ে সরকারি কাজে বাধা দেয়ার অভিযোগে গ্রামবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। মামলায় ১৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩৫ জনকে অভিযুক্ত করে মামলাটি দায়ের করা হয়। গত শনিবার রাত সোয়া ৮টার দিকে সারিয়াকান্দি থানা পুলিশের এসআই নূরে আলম বাদী হয়ে এই মামলা দায়ের করে।
বিডি প্রতিদিন/হিমেল