চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বকশিপুর গ্রামে নিজ মেয়ের ধাক্কায় মাটিতে পড়ে মাথায় ইটের আঘাত পেয়ে সানোয়ার হোসেন (৫২) নামে একজন মারা গেছেন। রবিবার দুপুরে কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে একইদিন সকাল ১০টার দিকে মেয়ের ধাক্কায় আহত হন তিনি। এ ঘটনায় পুলিশ মেয়ে ববিতা খাতুনকে আটক করেছে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, নিহত সানোয়ার হোসেন আলমডাঙ্গার বকশিপুর গ্রামের মফিজ উদ্দিনের ছেলে। রবিবার সকালে পারিবারিক কলহের এক পর্যায়ে মেয়ে ববিতা খাতুনের (৩০) ধাক্কায় তার বাবা মাটিতে ইটের ওপর পড়ে যান এবং মাথায় আঘাত পান। ইটের আঘাতে মাথায় আঘাতপ্রাপ্ত সানোয়ার হোসেনকে প্রথমে আলমডাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুষ্টিয়া সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
বিডি প্রতিদিন/এএম