দুই বছর পর সক্রিয় ও নিষ্ক্রিয়দের নিয়ে বরগুনার বেতাগীতে আওয়ামী যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বিশেষ এ বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ যুবলীগ কেন্দ্রীয় সভাপতি মন্ডলীর সসদ্য সুবাস চন্দ হাওলাদার।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যুবলীগকে শক্তিশালী করার লক্ষে দীর্ঘ দুই বছর পর এ উপজেলায় এই বিশেষ বর্ধিত সভা আয়োজন করা হয়েছে বলে দলীয় সূত্র জানায়।
রবিবার (সকাল ১১) টায় উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে বঙ্গবন্ধু অডিটোরিয়ামে আয়োজিত বর্ধিত সভায় বিশেষ অতিথি ছিলেন আওয়ামী যুব লীগের যুগ্ম সম্পাদক (বরিশাল বিভাগীয় দায়িত্বপ্রাপ্ত) মো: বদিউল আলম। উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আরও বিশেষ অতিথি ছিলেন বরগুনা জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সভায় উপজেলা, পৌর ও ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/হিমেল