রংপুর নগরীর অদূরে দমদমা ব্রিজের নিচে ঘাঘট নদ থেকে একটি গ্রেনেড উদ্ধার হয়েছে। তবে গ্রেনেডটি মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের হতে পারে বলে ধারনা করা হচ্ছে। গত শুক্রবার নগরীর দমদমা ব্রিজের নিচ থেকে গ্রেনেড বোমা সাদৃশ্য বস্তুটি উদ্ধার হলেও রবিবার দুপুরে বিষয়টি জানাজানি হয়। এরপর ওই বোমা সাদৃশ্য বস্তুটি সেখানকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে রাখা হয়।
স্থানীয় বৃদ্ধ কৃষক মহুবার রহমান বলেন, মুক্তিযুদ্ধের সময় হামার এই জায়গায় অনেক গোলাগুলি হইছে। মেলা মানুষও মরচে। খানসেনারা খুব অত্যাচার চালাইছে। হয়তো এই গ্রেনেড বোমাটা সেই সময়ের। এই ব্রিজের পাশোতে দমদমা বধ্যভূমিও আছে। ইয়ার আগোত তো একবার হামার এই দমদমা ব্রিজের নিচ থাকি পুলিশ বোম উদ্ধার করছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজমুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা বস্তুটি দেখেছি। প্রত্যক্ষদর্শীদের কাছে বর্ণনা শুনে বোমা সাদৃশ্য বস্তু সন্দেহ করছি। তবে আমরা নিজেরাও এখনো নিশ্চিত নই। আমরা বোমা ডিস্পোজাল ইউনিটকে খবর দিয়েছি, তারা আসলে বিষয়টি পরিষ্কার হওয়া যাবে।
বিডি প্রতিদিন/হিমেল