টাঙ্গাইলের গোপালপুরে বালুবাহী ট্রাকের চাপায় টিটুল খন্দকার (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় তার চাচা গুরুত্বর আহত হয়েছে।
রবিবার বিকালে তারাকান্দি-ভূঞাপুর সড়কের উপজেলার গুলিপেচা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত টুটুল খন্দকার উপজেলার ঝাওয়াইল ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও ভেঙ্গুলা গ্রামের খন্দকার মোস্তফা হাসানের ছেলে। আহত চাচার নাম খন্দকার ইসমাইল হোসেন (৫৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টুটুল তার চাচা ইসমাইলকে নিয়ে মোটরসাইকেলযোগে টাঙ্গাইল পাসপোর্টের কাজ শেষে ভূঞাপুর হয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে তারাকান্দি-ভূঞাপুর মহাসড়কের গুলিপেচা এলাকায় ভূঞাপুরগামী বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে চাচাকে নিয়ে ছিঁটকে পড়ে সে। এতে টুটুল খন্দকার ঘটনাস্থলে মারা যায় এবং গুরুত্বর আহত তার চাচা ইসমাইল। পরে স্থানীয়রা টুটুলের চাচাকে আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ভূঞাপুর হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তৃব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে প্রেরণ করলে ঢাকায় রেফার্ড করে।
এ ব্যাপারে গোপালপুর হেমনগর পুলিশ ফাঁড়ির ওসি মাহফুজ আলম বলেন, টুটুল তার চাচাকে নিয়ে চাচার হজ্বে যাওয়ার পাসপোর্ট করতে মোটরসাইকেল নিয়ে টাঙ্গাইল গিয়েছিলেন। কাজ শেষে ভূঞাপুর হয়ে বাড়ি ফেরার পথে গুলিপেচা এলাকায় পৌঁছলে বালুভর্তি ড্রামট্রাকের ধাক্কায় চাচাকে নিয়ে সড়কের পাশে ছিঁটকে পড়ে। এতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টুটুল ঘটনাস্থলে নিহত হয় এবং তার চাচা গুরুত্বর আহত হয়। এ খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ড্রাম ট্রাকটি জব্দ করা গেলেও চালক পালিয়ে যায়।
বিডি প্রতিদিন/হিমেল