গাজীপুরে পাখি বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা বন্যপ্রাণী ভাওয়াল জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।
রবিবার বিকেলে প্রাণীগুলো অবমুক্ত করেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।
এর আগে রবিবার সকালে গাজীপুরের টঙ্গীতে পাখি বাজারে অভিযান চালিয়েছে বন বিভাগ। অভিযানে নেতৃত্ব দেন ঢাকা বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার।
এ সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা। অভিযানে ১টি তক্ষক, বাঘডাস ১টি, বেগুনী কালিম পাখি ৬টি, ঘুঘু ৮টি এবং ৪টি টিয়া পখি উদ্ধার করা হয়। অভিযানের পাশাপাশি পাখি বাজারে বন্যপ্রাণী ক্রয়বিক্রয় বন্ধে সচেতনতা সৃষ্টিতে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন বিভাগীয় বন কর্মকর্তা।
বিকেলে প্রাণীগুলো অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রুবিয়া ইসলাম, জাতীয় উদ্যান রেঞ্জ কর্মকর্তা মো. কাজী নাজমুল হক, ভাওয়াল রেঞ্জ কর্মকর্তা মো. মাসুদ রানা, বন্যপ্রাণী পরিদর্শক নিগার সুলতানা, পার্ক বিট কর্মকর্তা হাবিবুর রহমান।
বিভাগীয় বন কর্মকর্তা শারমীন আক্তার বলেন,‘জীববৈচিত্র্য সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। জব্দকৃত পাখিগুলো বনের প্রকৃতিতে অবমুক্ত করা হয়েছে। বন্য প্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন-২০১২ এর অন্তর্ভুক্ত রক্ষিত বন্য প্রাণী ধরা, শিকার, হত্যা করা, খাওয়া, ক্রয়-বিক্রয় দণ্ডনীয় অপরাধ। পাখি বিক্রেতাদের বিরুদ্ধে বন বিভাগের এ অভিযান অব্যাহত থাকবে। বন্য প্রাণী-পাখি শিকার রোধে সকলের সহযোগিতা কামনা করেন এ কর্মকর্তা।
বিডি প্রতিদিন/নাজমুল