১৯৭৩ সালের ২৬ ফেব্রুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কুড়িগ্রামে আসেন এবং জেলার সরকারি কলেজ মাঠে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তার আগমনের এ দিনটি উদযাপিত হয়েছে যথাযোগ্য মর্যাদায়।
বঙ্গবন্ধুর এ জেলায় আগমনের সুবর্ণজয়ন্তীর দিনটিকে স্মরণ করতে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ, কুড়িগ্রামে দেয়া তার ঐতিহাসিক স্বকণ্ঠে ভাষণ শোনানো ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর এ আয়োজনটি করে বৃহত্তর রংপুর বিভাগের স্বাধীনতার স্মৃতিধারক ‘উত্তরবঙ্গ যাদুঘর’।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি জেলা পরিষদ চেয়ারম্যান মো. জাফর আলী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা মো: নাসির উদ্দিন, সহযোগী অধ্যাপক ড. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।
অনুষ্ঠান শেষে কুইজ প্রতিযোগিতাসহ বিজয়ীদের মাঝে অতিথিগণ পুরস্কার বিতরণ করেন। এরপরে সন্ধ্যা ৭টায় এ নিয়ে উত্তরবঙ্গ যাদুঘরে মোমবাতী প্রজ্জ্বলন করা হয়।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ