বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব ময়মনসিংহ প্রেস ক্লাবের দুইবারের নির্বাচিত সাধারণ সম্পাদক ফুলপুরের কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক অমিত রায়কে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। রবিবার সন্ধ্যায় ফুলপুর যায়যায়দিন ফ্রেন্ডস ফোরামের পক্ষ থেকে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়।
গণমাধ্যমকর্মী শাহ নাফিউল্লাহ সৈকতের ব্যবস্থাপনায় ও সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউল করিম রাসেল, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মোহাম্মদ হাবিবুর রহমান, ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন, সাবেক মেয়র আমিনুল হক, মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া পারভীন লাকি, ফুলপুর প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি নুরুল আমিন, একাডেমিক সুপার ভাইজার পরিতোষ সূত্র ধর, ফুলপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কামাল হোসেন প্রমুখ।
বিডি প্রতিদিন/এএ