বান্দরবানে ‘জেলা প্রশাসক ট্যালেন্ট হান্ট-২০২৩’ আয়োজন উপলক্ষে রবিবার (২৬ ফেব্রয়ারি) এক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। বিকালে স্থানীয় কালেক্টরেট সভাকক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি।
তিনি জানান, এ ট্যালেন্ট হান্টের প্রতিযোগিতা উপজেলা পর্যায়ে ২২ ফেব্রুয়ারি শুরু হয়েছে। ৮ মার্চ পর্যন্ত এ প্রতিযোগিতা চলবে। উপজেলা পর্যায়ে বাছাই শেষ হবার পর ৯ মার্চ থেকে জেলা পর্যায় শুরু হবে। এ প্রতিযোগিতায় ৭টি উপজেলা থেকে বিষয়ভিত্তিক ও উন্মুক্ত ২টি বিভাগে মোট ১৪৭ জন প্রতিযোগী নাম নিবন্ধন করেছে।
তিনি জানান, এ ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় উন্মুক্ত বিভাগে গান, নৃত্য, আবৃত্তি, অভিনয় ও উপস্থিত বক্তৃতায় এবং বিষয়ভিত্তিক বিভাগের ২ গ্রুপে বাংলা, গণিত, ইংরেজি, বিজ্ঞান, আইসিটি ও সাধারণ জ্ঞান ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ