গ্যাস লাইনের জরুরি কাজের জন্য আগামীকাল মঙ্গলবার ৯ ঘণ্টা কিশোরগঞ্জের বিভিন্ন এলাকায় গ্যাস বন্ধ থাকবে।
মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভৈরব বাজার সংলগ্ন মুসলিমের মোড় হতে কুলিয়ারচর পর্যন্ত এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
আজ সোমবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস ট্রান্সমিশন কোম্পানি।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।’
বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ