ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্যদের পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসার আবু বকর সিদ্দিকীর সভাপতিত্বে পরিচিতি ও শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ড. এম হারুন অর রশীদ, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা, সাবেক অধ্যক্ষ আমিনুর রহমান টুকু, জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক ও রিপোর্টার্স ইউনিটির নির্বাচন কমিশনার রুহুল আমীন মোল্লা, নব-নির্বাচিত জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এমএ কবির, সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সন্টু, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রবি ও কোষাধ্যক্ষ সম্রাট শাহ্সহ সকল সদস্য। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে শপথ পাঠ করানো হয়।
বিডি প্রতিদিন/এমআই