মাগুরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আব্দুল গণি একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনব্যাপী এই ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শাখারুল ইসলাম শাকিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা আলমগির কবির, সদর উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আব্দুর রহিম ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান।
আরও উপস্থিত ছিলেন জেলা যুবলীগের আহ্বায়ক, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি নাহিদ খান ও সাধারণ সম্পাদক হামিদুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি।
বিডি প্রতিদিন/এমআই