জয়পুরহাটের কালাইয়ে রনজু হোসেন (৪২) নামে হত্যা মামলার আসামিকে হেরোইনসহ গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। রবিবার রাতে উপজেলার কালাই মোলামগাড়ী হাট গ্রামের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জু মোলামগাড়ীহাট গ্রামের নছির উদ্দিনের ছেলে।
মামলা সূত্রের উদ্ধৃতি দিয়ে জয়পুরহাট জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরির্দশক (অতিরিক্ত দায়িত্ব) মো. মাহবুবুর রহমান জানান, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক কারবারি রঞ্জু ও তার পরিবারের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধ্য পথে হেরোইন, ইয়াবা, ফেন্সিডিল, মদ, ট্যাপেন্ডাডল ট্যাবলেট, গাঁজাসহ নানা ধরনের মাদকদ্রব্য সংগ্রহ করতেন। পরে সুবিধা মতো সেগুলো এলাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে বিক্রি করে।
রঞ্জুর রাড়িতে মাদকদ্রব্য বেচাকেনা চলছে- এমন সংবাদ পেয়ে জয়পুরহাট মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা অভিযান চালায়। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্যান্য মাদক কারবারিরা পালিয়ে গেলেও রঞ্জুকে ৩ গ্রাম হেরোইনসহ আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা করাসহ তাকে কালাই থানা পুলিশে সোপর্দ করাকালে জানা যায়, সে মাদক ব্যবসা ছাড়াও হত্যা মামলার আসামি। তিনি ও তার বড় ভাই লেবুসহ পরিবারের অন্যান্য সদস্যরা নিজ বাড়িতে গত ২০০৩ সালের ২ মে লেবুর স্ত্রী শাপলাকে পুড়িয়ে হত্যা করে। এ হত্যা মামলায় রঞ্জু ও লেবুসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরাও আসামি হলেও বর্তমানে তারা জামিনে মুক্ত আছেন।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/এএম