রাঙামাটিতে জাতীয় পরিসংখ্যান দিবস পালিত হয়েছে। সেমাবার সকাল ১০ টায় দিবসটি উপলক্ষে ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্য সামনে রেখে শহরের হ্যাপীর মোড় এলাকা থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস. এম. ফেরদৌস ইসলামের সভাপতিত্বে র্যালিতে রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম, রাঙামাটি জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন, রাঙামাটি জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক মো. নুর উজ জামান উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, পার্বত্যাঞ্চলেও স্মার্ট বাংলাদেশ করতে কাজ করছে পরিসংখ্যান অধিদপ্তর। তথ্য-উপাত্ত মানুষের মাঝে ছড়িয়ে দিতে সঠিক, নির্ভরযোগ্য এবং সময়োপযোগী পরিসংখ্যান ভিত্তি হিসাবে আমাদের কর্মীরা কাজ করছে। স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে তথ্য-উপাত্ত সংগ্রহে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে সহযোগিতার আহ্বান জানানো হয়।
বিডিপ্রতিদিন/কবিরুল