বাগেরহাটের ফকিরহাট উপজেলা থেকে প্রায় ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। রবিবার দিবাগত গভীর রাতে ফকিরহাটের সাজির বটতলা এলাকায় র্যাবের খুলনা সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরকে গ্রেফতার করে। মাদক ব্যবসায়ী হুমায়ুন কবিরের বাড়ি নীলফামারী জেলার জলঢাকা এলাকায়।
খুলনা র্যাব ৬ এর কোম্পানি কমান্ডার মো. বদরূদ্দোজা বলেন, র্যাবের খুলনার সদর কোম্পানি ও যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বাগেরহাটের ফকিরহাট উপজেলার সাজির বটতলা এলাকায় কতিপয় ব্যক্তি মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে যৌথ আভিযানিক দলটি রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালিয়ে নীলফামারী জেলার জলঢাকা এলাকার হুমায়ুন কবির নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৯ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে উদ্ধারকৃত গাঁজা ও গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএ