বগুড়ায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাত (৬৫) বৃদ্ধের মৃত্যু হয়েছে। সোমবার সকাল পৌনে ১০টায় বগুড়া শহরের তিনমাথা রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বৃদ্ধের লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
বগুড়া রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) প্রকাশ চন্দ্র সরকার জানান, অজ্ঞাত বৃদ্ধ রেললাইনের পাশ দিয়ে হেটে পুরান বগুড়া এলাকা থেকে তিনমাথার দিকে যাচ্ছিলেন। এসময় বোনারপাড়া থেকে ছেড়ে আসা সান্তাহারগামী কলেজ ট্রেন পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ওই বৃদ্ধ রেললাইনের পাশে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বৃদ্ধের পরিচয় শনাক্তে কাজ চলছে। তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
বিডি প্রতিদিন/এএম