নরসিংদীর শিবপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান হারুন আর- রশিদের ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে মানিকগঞ্জে সংবাদ সম্মেলন করেছে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাসোসিয়েশন মানিকগঞ্জ জেলা।
সোমবার দুপুরে স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে বক্তারা অবিলম্বে দোষীদের গ্রেফতার ও বিচারসহ সকল উপজেলা পরিষদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
মানিকগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মো. ইস্রাফিল হোসেনের সভাপতিত্বে এতে লিখিত বক্তব্য পাঠ করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ ফটো। সংবাদ সম্মেলনে জেলার সাতটি উপজেলার চেয়ারম্যানবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডিপ্রতিদিন/কবিরুল