বঙ্গোপসাগরে মাছ আহরণ করা বাগেরহাটের শরণখোলা উপজেলায় নিবন্ধিত ৩৭ জন জেলেকে বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষে বকনা বাছুর বিতরণ করেছে মৎস্য বিভাগ। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ধানসাগর ইউনিয়নের পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব জেলেকে এই সহায়তা প্রদান করা হয়।
শরণখোলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় জানান, ২০২২-২০২৩ অর্থ বছরের ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের মাধ্যমে জেলেদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ নেয় মৎস্য অধিদপ্তর। তারই আলোকে শরণখোলায় প্রথম পর্যায়ে ৩৭ জন উপকারভোগী জেলেকে বকনা বাছুর দেয়া হয়েছে। এসব উপকারভোগীদের সঙ্গে নিয়ে শরণখোলার আমড়াগাছিয়া গরুর হাট থেকে তাদের পছন্দমতো এই বকনা বাছুরগুলো কিনে বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে আরো ৬০ জনকে এই সুবিধা দেওয়ার পরিকল্পনা রয়েছে মৎস্য বিভাগের।
জেলেদের মধ্যে বাছুর বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নূর-ই আলম সিদ্দিকী। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান হাসানুজ্জামান পারভেজ, ধানসাগর ইউপি চেয়ারম্যান মইনুল ইসলাম টিপু, শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম, ধানসাগর ইউপি সদস্য আসাদুজ্জামান স্বপন, ইউনিয়ন আওয়ামী লীগের সধারণ সম্পাদক তপু বিশ্বাস, মেরিন ফিশারিজ অফিসার রবিউল ইসলাম।
বিডি প্রতিদিন/হিমেল