নেত্রকোনার মোহনগঞ্জের গাগলাজুর সড়কে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে ভুবন রানা (২৩) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার গাগলাজুর সড়কের বড়তলী বানিহারি ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। ভুবন রানা উপজেলার মান্দারবাড়ি গ্রামের আ. রাজ্জাকের ছেলে। তিনি গাগলাজুর বাজারে একটি বৈদ্যুতিক সরঞ্জামাদির দোকান মালিক।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে গাগলাজুর থেকে মোটরসাইকেলে করে মোহনগঞ্জ বাজারে যান দোকানের মালামাল কিনতে। ফেরার পথে একটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পাকা সড়কে ছিঁটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান। স্থানীয়রা উদ্ধার করে মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এদিকে অটোচালক শাহানুর মিয়াসহ আরও দুই যাত্রী আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
মোহনগঞ্জ থানার উপ-পরিদর্শক শেখ রাসেল সত্যতা নিশ্চিত করে জানান, ভুবনের বড় ভাই রুবেল রানা ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে যাওয়ার আবেদন করেছেন। এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই বলে জানিয়েছেন। আবেদনের প্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হবে।
বিডি প্রতিদিন/হিমেল