কুড়িগ্রামে দূষণ ও ছাড়পত্রবিহীনসহ বিভিন্ন অপরাধে দুই ইটভাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে যৌথভাবে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। সোমবার দুপুরে জেলার রাজারহাট উপজেলায় অবস্থিত দুটি ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
এসময় একটি ইটভাটাকে ৫ লাখ টাকা ও আরেকটিকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। অভিযানে রংপুর বিভাগীয় পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ ফরহাদ হোসেন এবং রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার নূরে তাসনিম নেতৃত্ব প্রদান করেন।
কুড়িগ্রাম পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দূষণ রোধে ছাড়পত্রবিহীন এবং অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বিডি প্রতিদিন/এমআই