বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নানা কর্মসূচি পালন করেছে দলটির পিরোজপুর জেলা শাখা। এ উপলক্ষে জাতির জনকের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। এছাড়াও ছিল কেক কাটা,আলোচনা সভা ও দোয়া মাহফিল।
সোমবার বিকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ পিরোজপুর জেলা শাখার সভাপতি লায়লা পারভীনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিদা বারেকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিভিন্ন উপজেলা থেকে আসা নেতৃবৃন্দ অংশ নেন।
আলোচনাসভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেককাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন/নাজমুল