সিরাজগঞ্জের উল্লাপাড়ায় হাতুড়িপেটা করে আমিরুল ইসলাম (৫০) নামে এক কৃষককে হত্যার অভিযোগ উঠেছে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতির বিরুদ্ধে। রবিবার রাতে উপজেলার গোনাইগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আমিরুল গোনাইগাঁতী গ্রামের ফজলুল হকের ছেলে।
উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম পরিবারের বরাত দিয়ে জানান, পানি সেচ দেওয়ার পাম্প বসানো নিয়ে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই এর সাথে স্থানীয়দের বিরোধ চলে আসছিল। বিরোধের জের ধরে রবিবার রাতে আওয়ামী লীগ নেতা আব্দুল হাই ও তার সহযোগীরা মিলে আমিরুলকে হাতুড়িপেটা করে আহত করে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে তাকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
তিনি আরও জানান, ঘটনার পর ঘাতক আব্দুল হাই ও তার পরিবারের লোকজন বাড়ি থেকে পালিয়ে গেছে। এ বিষয়ে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন।
বিডি প্রতিদিন/এএম