যশোরে দুটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে জেলি পুশ করা এক টন চিংড়ি জব্দ ও ধ্বংস করেছে র্যাব। এ ঘটনায় দুই বাস মালিককে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়।
র্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতের দিকে যশোর শহরের মণিহার মোড়ে চেকপোস্ট বসিয়ে মংলা থেকে ময়মনসিংহগামী শামীম এন্টারপ্রাইজ ও পিরোজপুর থেকে রাজশাহীগামী মেট্রোপলিটন বাস থামিয়ে তল্লাশি করা হয়। এসময় বাস দুটি থেকে ককশিট ভর্তি এক টন চিংড়ি উদ্ধার করা হয়, যা জেলি পুশ করে ওজন বাড়ানো হয়েছিল। এ ঘটনায় শামীম এন্টারপ্রাইজের মালিক শামীম হোসেনকে ৩০ হাজার ও মেট্রোপলিটন বাসের মালিক দিলীপ বিশ্বাসকে ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরে যশোর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মুহাম্মদ সাইদুর রহমান রেজার উপস্থিতিতে এসব চিংড়ি ধ্বংস করা হয়।
বিডি প্রতিদিন/হিমেল