চাঁপাইনবাবগঞ্জে জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন উড়িয়ে র্যালির শুভ সূচনা করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক এ কে এম গালিভ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। বিশেষ অতিথির বক্তব্য দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. রুহুল আমিন, অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম মো. সাহিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসরাম প্রমুখ। স্বাগত বক্তব্য দেন জেলা নির্বাচন অফিসার মো. মোতাওয়াক্কিল রহমান
বিডিপ্রতিদিন/কবিরুল