ফরিদপুর শহরের গোয়ালচামট খোদাবক্স এলাকার আঙিনা ব্রিজের ওপর ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল পৌনে পাঁচটার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফরিদপুর শহর থেকে মোটরসাইকেলে গ্রামের বাড়ি বাহিরদিয়া যাচ্ছিলেন দুইজন। পথিমধ্যে একইদিক থেকে আসা দ্রুতগামী একটি ট্রাক (রাজবাড়ী-ট-১১-০১৫১) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
নিহতদের মধ্যে একজনের পরিচয় মিলেছে। তিনি মাচ্চর ইউনিয়নের বাহিরদিয়া বৈঠাখালী এলাকার ইনজামুল (৩০)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা মোটরসাইকেলের দুই আরোহীর ছিন্নভিন্ন মরদেহ উদ্ধার করে।কোতয়ালী থানার ওসি এম এ জলিল জানান, দ্রুতগামী ট্রাকের চাপায় নিহত দুইজনের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করা গেলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। ঘাতক ট্রাকের চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডিপ্রতিদিন/কবিরুল