৫ মার্চ, ২০২৩ ১৯:৩৩

খুলনায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় আটককৃত মাদকদ্রব্য ধ্বংস করলো বিজিবি

সীমান্তে মাদক চোরাচালান দমন অভিযানে আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করেছে খুলনা ব্যাটালিয়ান (২১ বিজিবি)। 

রবিবার খুলনা বিজিবি দপ্তরে ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর থেকে ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত আটককৃত ৫৬২৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল, ৪৩২২ বোতল বাংলা মদ, ১২৬ বোতল বিদেশী মদ, ৩১১ বোতল ভারতীয় স্কার্প সিরাপ, সাড়ে ৪৭ কেজি গাঁজা, ২৩৬৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ৩০৩৮ পিস যৌন উত্তেজক ট্যাবলেট এবং ৫৬৪৯ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি ধ্বংস করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, অতিরিক্ত মহাপরিচালক (যশোর রিজিয়ন কমান্ডার) ব্রিগেডিয়ার জেনারেল শামীম আহমেদ, খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ, খুলনা ব্যাটালিয়ান (২১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান ও পুলিশ সুপার মো. মাহবুব হাসান। 

বিজিবি কর্মকর্তারা বলেন, প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছেন। প্রধানমন্ত্রীর ঘোষনা বাস্তবায়নের লক্ষ্যে বিজিবি মহাপরিচালকের নির্দেশনা অনুযায়ী খুলনা ব্যাটালিয়ান (২১ বিজিবি) সৈনিকগণ মাদক চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর