টাঙ্গাইলের সখীপুরে শালগজারি ও সামাজিক বনের ভেতরে জ্বলছে আগুন। এতে ধ্বংস হচ্ছে বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয়স্থল ও নষ্ট হচ্ছে পরিবেশ। প্রতিবছর এই মৌসুমে উপজেলার বিভিন্ন এলাকায় রাতের আঁধারে বনের ভেতরে পাতায় আগুন লাগে বলে জানায় স্থানীয়রা। কে বা কারা এই আগুন লাগায় তার হদিস পাচ্ছে না স্থানীয় বন বিভাগ।
সরজমিনে গিয়ে দেখা যায়, আগুনে পুরে গেছে উপজেলার দেওয়ানপুর, বল্লাচালা, সাপিয়াচালা, হিঁদুর চালা, হানুর চালাসহ বিভিন্ন এলাকার বন। এতে বনের ভেতর জন্মানো ছোট গাছ, কচি লতাপাত, বিভিন্ন কীটপতঙ্গ পুড়ে ছাই হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে বিভিন্ন বন্যপ্রাণীর আশ্রয়স্থল। বনের পাশ দিয়ে মাদকসেবীরা যাওয়ার সময় তাদের ফেলে দেওয়া সিগারেটের নিচের অংশ থেকেও আগুন ধরতে পারে বলে স্থানীয়দের মন্তব্য। বন সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করেন বনের জমি দখলে নিতে ও বন ধ্বংস করতে কুচক্রীমহল ঝরা পাতায় আগুন লাগায়।
ভূগোল ও পরিবেশ বিষয়ক অধ্যাপক ও হাতিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রহিজ উদ্দিন বলেন, বনে আগুন দিলে জীববৈচিত্র্য ও পরিবেশ নষ্ট হয়, তাই বনে আগুন দেওয়া যাবে না।উপজেলার হতেয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, পাহারা দেওয়ার পরেও বনের ভেতরে কে বা কারা আগুন লাগায় তার কোন হদিস পাইনা। তবে ধারণা করছি বনের জমি রক্ষা করতে গেলে আমাদের বিরুদ্ধে যারা মিটিং করে, মিছিল করে তারাই ওই আগুন দেওয়ার সাথে জড়িত। এ নিয়ে আমাদের তদন্ত চলছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএ