১৩ মার্চ, ২০২৩ ১৭:৫৪

ময়মনসিংহে দুদকের গণশুনানি

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহে দুদকের গণশুনানি

অনিয়ম, দুর্নীতিসহ নানা অভিযোগের ঘটনায় দায়ের হওয়ায় ৬০টি সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ময়মনসিংহে গণশুনানি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গণশুনানিতে জেলা ও বিভাগীয় প্রশাসনের সংশ্লিষ্ট সকল দফতরের কর্মকর্তারা অংশ গ্রহণ করেন।

তবে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন তত্ত্বাবধায়ক এস.এম নাজমুল হক খান ওই গণশুনানিতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়। সোমবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নগরীর টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে এই গণশুনানির আয়োজন করে দুদক বিভাগীয় ও জেলা সমন্বিত কার্যালয়।
 
এ সময় সেবা বঞ্চিত ও হয়রানির শিকার হওয়ায় ভুক্তভোগীদের দায়ের করা ৬০টি অভিযোগের গণশুনানি করেন দুদক কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক। এই গণশুনানির মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দুদক জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবুল হোসেন।

এছাড়াও গণশুনানিতে বিশেষ অতিথি হিসিবে বক্তব্য রাখেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, দুর্নীতি দমন কমিশনের (প্রতিরোধ) মহাপরিচালক আক্তার হোসেন, জেলা পুলিশ সুপার (এসপি) মো: মাছুম আহাম্মদ ভূঞা।

এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন দুদক ময়মনসিংহ বিভাগের পরিচালক ঋত্বিক সাহা।

প্রধান অতিথির বক্তব্যে দুদক কমিশনার (তদন্ত) মো: জহুরুল হক বলেন, দেশে ২৭টি দফায় দুর্নীতি হয়। এর মধ্যে দুদক শুধুমাত্র একটি দফা নিয়ে কাজ করে থাকে। বাকি ২৬টি দফা সরকারের অন্যান্য দফতর নিয়ন্ত্রণ করে। তবে দুর্নীতি সংশ্লিষ্ট ২৭ দফায় দুদকে হস্তান্তরের জন্য সম্প্রতি রাষ্ট্রপতির কাছে একটি প্রস্তাবনা দেয়া হয়েছে।

 

বিডি প্রতিদিন/নাজমুল

এই রকম আরও টপিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর