কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৯ মাস বয়সের এক শিশুর লাশ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। রবিবার মধ্যরাতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম বালাতাড়ী গ্রামে ওই শিশুর বাড়ী থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত শিশুর নাম আব্দুর রহমান এবং তার পিতা লিমন ইসলাম ও মা মৌসুমী বেগম। সোমবার দুপুরে পুলিশ ওই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে প্রেরণ করে।
নিহত শিশুর মা মৌসুমী বেগম জানান, গত কয়েকদিন ধরে আমার বাচ্চাটি জ্বর, শ্বাসকষ্ট ও মুখের ঘা রোগে ভুগছে। পরে ডাক্তারের কথা অনুযায়ী চিকিৎসা চালাই। কিন্তু রবিবার সন্ধ্যা ৭টার দিকে সে খুব কান্নাকাটি করে কিছু না খেয়েই ঘুমিয়ে পড়ে। পরে রাতের খাবার শেষে বিছানায় গিয়ে দেখি সে মারা গেছে।এরপরে রাতে পুলিশ এসে শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার ওসি তদন্ত মো:সারওয়ার পারভেজ তার লাশ উদ্ধারের বিষয়টি নিয়ে বলেন, শিশুটির মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। তবে এ নিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। তদন্ত শেষে মৃত্যুর কোন রহস্য থাকলে জানা যাবে।বিডি প্রতিদিন/এএ