সুনামগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন উদযাপিত হয়েছে।
জন্মদিনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, কেক কেটে জন্মদিন উদযাপন ও এতিম শিশুদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করেছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার সকালে জেলা ঐতিহ্য জাদুঘর প্রাঙ্গণে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান জেলা আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। পরে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।এছাড়া জেলা সরকারি শিশু পরিবারের এতিম শিশুদের মাঝে দুপুরে উন্নতম মানের খাবার বিতরণ করা হয়।
এসব অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান সেন্টু প্রমুখ।
বিডি প্রতিদিন/হিমেল