গাইবান্ধায় নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। সকালে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, পুলিশ সুপার মো. কামাল হোসেন এবং আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
পরে পৌর শহীদ মিনার প্রাঙ্গণে শিশুদের কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনা শেষে জন্মদিনের কেক কাটা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে গাইবান্ধা বিচার বিভাগ আলোচনা, আবৃত্তি ও কেক কেটে জাতির জনকের জন্মদিন পালন করে। জেলা ও দায়রা জজের সম্মেলন কক্ষে জেলা ও দায়রা জজ আবুল মনসুর মিয়ার সভাপতিত্বে আলোচনায় অংশ নেন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মারুফ হোসেন, সিনিয়র চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট উপেন্দ্র চন্দ্র দাস, সহকারী জজ মো. ওবায়দুল হক রুমি প্রমুখ। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করে।বিডিপ্রতিদিন/কবিরুল