রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মৃধা মুনসুর ও সাধারণ সম্পাদক মেয়র আবুল কালাম আজাদকে দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
শনিবার দুপুর ১২টায় উপজেলার সোনাডাঙ্গা ইউনিয়নের সোনাডাঙ্গা বালিকা বিদ্যালয়ের হলরুমে উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সর্ব সম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এনামুল হক এমপি।
সভায় তাহেরপুর পৌর আওয়ামী লীগের দলীয় কার্যক্রম স্বাভাবিক রাখতে সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক কাউসার আলীকে ভারপ্রাপ্ত সভাপতি এবং যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান হয়।
কমিটির সদস্যরা বলেন, দলীয় পদ পদবি ব্যবহার করে সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে দীর্ঘদিন থেকে মনগড়া ভাবে অপপ্রচার করে আসছিল তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। সংগঠনের গঠনতন্ত্রের বাইরে গিয়ে এমন কর্মকাণ্ড করতে পারেন না তারা। দলীয় পদে মেয়র নির্বাচিত হওয়ার পরও কেন সংগঠন সহ সরকার বিরোধী কার্যক্রম করে যাচ্ছেন। তার এমন কর্মকাণ্ডের ফলে দলীয় মানক্ষুন্ন হয়ে আসছিল। শুধু সংগঠন নয় বিএনপি-জামায়াতপন্থীদের মতো দলীয় এমপির বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে বিভিন্ন সময় অপ্রচার করে আসছিলেন মেয়র কালাম। পাশাপাশি উপজেলা আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য হওয়ার পরও আবু বক্কর মৃধা মুনসুর দলীয় সভায় উপস্থিত থাকতেন না। সেই সাথে তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর মৃধা মুনসুর মেয়র আবুল কালাম আজাদের সঙ্গে আঁতাত করে চলতেন। উপজেলা আওয়ামী লীগের সঙ্গে কোন সম্পর্ক না রেখে কালাম কেন্দ্রীক রাজনীতি করে আসছিল।
তারা আরও বলেন, ২০২০ সালের ১৪ নভেম্বর উপজেলা আওয়ামী লীগের কমিটি গঠন করার পর থেকে দলীয় গঠনতন্ত্র মেনে প্রতিটি কার্যক্রম পরিচালিত হয়ে আসছিল। দীর্ঘ সময় অতিবাহিত হলেও তাহেরপুর পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক থেকে গেছেন প্রতিটি কার্যক্রমের বাইরে। সেই সঙ্গে বর্তমানে দলীয় পদে থেকে সংগঠন বিরোধী বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে চলেছেন। তাই তাদেরকে পৌর আওয়ামী লীগের দলীয় পদ থেকে অব্যাহতি প্রদান করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, সহ-সভাপতি মতিউর রহমান টুকু, সদস্য ও জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক অধ্যক্ষ প্রতীক দাশ রানা, সদস্য সাবেক অধ্যাপক আব্দুস সামাদ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মকবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশিদ, দফতর সম্পাদক নূরুল ইসলাম, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল হাকিম প্রামাণিক, মহিলা বিষয়ক সম্পাদক জাহানারা বেগম, ক্রীড়া বিষয়ক সম্পাদক আশিকুর রহমান সজল, সদস্য অধ্যক্ষ আজাহারুল হক, এসএম এনামুল হক।
বিডি-প্রতিদিন/বাজিত