শিরোনাম
- নারীদের বিশেষায়িত ব্যাংক আরব আমিরাতের কাছে বিক্রি করল পাকিস্তান
- সাতকানিয়ায় নিখোঁজ বৃদ্ধের গলিত লাশ উদ্ধার
- সাবেক এমপি কবিরুল হকের জামিন নামঞ্জুর
- জাতিসংঘ রেজল্যুশন-২২৩১ আনুষ্ঠানিকভাবে সমাপ্ত ঘোষণা, ইরান-রাশিয়া-চীনের যৌথ চিঠি
- শুক্র-শনিবারেও আমদানিকৃত মালামাল খালাস হবে
- ষড়যন্ত্রকারীরা নয়, জয় হবে ঐক্যবদ্ধ জনগণের: ডা. জাহিদ হোসেন
- খালেদা জিয়ার নিরাপত্তা নিশ্চিতে বুলেটপ্রুফ গাড়ি কেনা হচ্ছে : রিজভী
- বগুড়ায় আগাম শীতকালিন সবজি চাষে স্বপ্ন বুনছেন কৃষক
- জাতীয় প্রেস ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ম্যারাথন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
- বিইউএফটিতে নবাগত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত
- বিমানবন্দরের অগ্নিকাণ্ডে তদন্তের পর পরবর্তী পদক্ষেপ : পরিবেশ উপদেষ্টা
- গ্রিন ফেস্ট: তারুণ্যের জোয়ারে সেজেছিল গ্রিন ইউনিভার্সিটি
- নতুন পদক্ষেপ, লাহোরে নাটকীয়ভাবে কমল ৭০ শতাংশ বায়ুদূষণ
- নেশার টাকা না পেয়ে দাদাকে পিটিয়ে হত্যা
- শিক্ষকদের ওপর পুলিশি নির্যাতনের বিরুদ্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন
- শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ডিসিসিআই’র উদ্বেগ
- এক সপ্তাহে কোটির বেশি শিশুকে টাইফয়েড টিকা দেওয়া হয়েছে
- রাজধানীতে নাশকতার পরিকল্পনা, আওয়ামী লীগের চার নেতাকর্মী গ্রেফতার
- মির্জা ফখরুলের সঙ্গে এমপিওভুক্ত শিক্ষক প্রতিনিধির সাক্ষাৎ
- আগুনে ক্ষতিগ্রস্তদের তিন দিন অতিরিক্ত ফ্লাইটের চার্জ মওকুফ
রাজশাহীতে আবাসন প্রকল্পে ঘর পাচ্ছেন তৃতীয় লিঙ্গের মানুষরা
গৃহহীনমুক্ত হচ্ছে তিন জেলা ও ৩২ উপজেলা
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
অনলাইন ভার্সন

যে মানুষগুলো পরিবার, সমাজ ও আত্মীয়স্বজনদের কাছে থেকে ঘৃণা ও তাচ্ছিল্য ছাড়া কিছুই পায় না, অপমান, বঞ্চনা যাদের নিত্যসঙ্গী। এমনকি পারিবারিক সম্পত্তির ভাগাভাগির ক্ষেত্রেও তারা বঞ্চিত। তৃতীয় লিঙ্গের মানুষরা নিগৃহীত হচ্ছেন, কেউ কেউ মানবেতর জীবনযাপন করছেন। অনেকে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তির আশ্রয় নিচ্ছেন। এসব তৃতীয় লিঙ্গের মানুষদের পাশে দাঁড়িয়েছে সরকার। তাদের জন্য জমি ও বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে। শুধু তাই নয়, তৃতীয় লিঙ্গের মানুষরা যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠে এজন্য হাঁস, মুরগি, সবজি ও মাছ চাষের মতো ব্যবস্থা করা হচ্ছে।
সোমবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ জানান, রাজশাহী বিভাগের তিন জেলা ৩২ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হচ্ছে। বুধবার প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিবেন। আগামী ১০০ দিনের মধ্যে পুরো বিভাগকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত করতে কাজ চলছে।
জানা গেছে, তৃতীয় লিঙ্গের মানুষদের জন্য নির্মাণ করা প্রায় ৫০০ বর্গফুটের প্রতিটি ঘরে থাকবে দুটি কক্ষ, একটি বারান্দা, একটি টয়লেট ও একটি রান্নাঘর। দুর্যোগসহনীয় এসব ঘর হবে টেকসই এবং প্রতিটি ঘরেই থাকবে সোলার সিস্টেম আর বজ্রপাত নিরোধক ব্যবস্থা। এরই ধারাবাহিকতায় রাজশাহী জেলার পবা উপজেলায় পাইলট প্রকল্প হিসাবে ৫ জন তৃতীয় লিঙ্গের মানুষ প্রত্যেকে একটি করে বাড়ি পাচ্ছেন। এরমধ্যে আছেন উপজেলার হরিপুর ইউনিয়নের হাড়ুপুর এলাকার রুবেল হোসেন ওরফে রবিনা, বড়গাছী ইউনিয়নের নাগশোষা গ্রামের সম্রাট ওরফে সুমী খাতুন, নওহাটা পৌরসভার পূর্বপুঠিয়াপাড়ার আসাদ আলী ওরফে সাথী খাতুন, দুয়ারী বাঁধের ধারে বসবাসকারি সাগর আলী ওরফে সাগরিকা ও কৃষ্টগঞ্জ সাঁওতালপাড়ার ধীরেন সরকার ওরফে নদী খাতুন। বাড়ি পাওয়ার কথা শুনে উচ্ছ্বসিত এসব তৃতীয় লিঙ্গের মানুষরা।
পবা উপজেলা সূত্রে জানা গেছে, চলতি ধাপে ৫ জন তৃতীয় লিঙ্গের সদস্যকে পুনর্বাসন করা হচ্ছে। এছাড়া এশিয়ার সর্বকনিষ্ঠ মা কে পুনর্বাসন করা হচ্ছে। পুনর্বাসিত করা হচ্ছে প্রায় ৫০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে। ঘর পাচ্ছে সহায় সম্বলহীন ১৮ টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী পরিবার। উদ্ধারকৃত খাস জমির মধ্যে অধিকাংশই প্রভাবশালী ব্যক্তিদের দখলে ছিল।
হিজড়া সংগঠন-বাঁচার আশা সাংস্কৃতিক সংগঠনের সভাপতি ও শেখ হাসিনা ইয়্যুথ ভলেন্টিয়ার অ্যাওয়ার্ড জয়ী মোস্তফা সরকার ওরফে বিজলী জানান, তৃতীয় লিঙ্গের মানুষগুলো বাড়ি থেকেই বিতাড়িত হন। পরিবারগুলো তাদের তাড়িয়ে দিতে পারলেই যেন বেঁচে যায়। সরকারিভাবে বাড়ি বা ঘর পেলে তারা অনেক উপকৃত হবেন।
পবার সহকারী কমিশনার (ভূমি) অভিজিত সরকার জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আধা-পাকা ঘরসহ দুই শতক জমি বন্দোবস্ত প্রদান করা হচ্ছে। পবা উপজেলায় ৫৩৫টি ঘরের জন্য প্রায় ৫০ বিঘা খাস জমির প্রয়োজন দেখা দেয়। স্থানীয় জনপ্রতিনিধিদের সহায়তায় প্রভাবশালীদের দখলক থেকে কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করে সেখানে আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে।
জেলা প্রশাসক আবদুল জলিল জানান, আবাসন প্রকল্পে তৃতীয় লিঙ্গেও জনগোষ্ঠীকে পুনর্বাসন করা বেশ কঠিন ছিল। দৃষ্টিভঙ্গি না বদলানোর কারণে অনেকে প্রথম দিকে মানতে চাননি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতায় আবাসনে তাদের পুনর্বাসন করা গেছে।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর