২১ মার্চ, ২০২৩ ১৬:২৮

সখীপুরে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সখীপুরে বিদ্যুতের ট্রান্সমিটার চুরি

চুরি হওয়া ট্রান্সমিটারের কিছু যন্ত্রাংশ

টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুতের ১০০ কেবির লাইনের একটি ট্রান্সমিটার চুরি হয়েছে। মঙ্গলবার ভোর রাতে উপজেলা পাথারপুর চৌরাস্তার পশ্চিম পাশ থেকে চুরি হওয়া ট্রান্সমিটারের কিছু যন্ত্রাংশ দেখে বিদ্যুৎ অফিসে ফোন করেন স্থানীয়রা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সখীপুর উপজেলা নির্বাহী প্রকৌশলী বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

স্থানীয়রা জানান, সকালে হাঁটতে গিয়ে দেখা যায় ট্রান্সমিটারের কিছু যন্ত্রাংশ মাটিতে পড়ে আছে। এ ঘটনায় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে ফোন করেন স্থানীয়রা। তবে রাতের বেলা থেকেই এই লাইনে বিদ্যুৎ ছিল না বলে জানায় তারা।

ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ার হোসেন বলেন, এই এলাকায় প্রথম ট্রান্সমিটার চুরি হলো। স্থানীয়রা বিষয়টি জানালে আমি বিদ্যুৎ অফিসে ফোন করি।

সখীপুুরের নির্বাহী প্রকৌশলী মো. আবুবকর তালুকদার বলেন, ঘটনাটি খুবই দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে সখীপুর থানায় মামলা দেওয়ার প্রস্তুতি চলছে।   

বিডি প্রতিদিন/এমআই   

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর