নাটোর জেলা আওয়ামী লীগের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। 
সভায় জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ পরস্পর বিভেদ ভুলে দলের জন্য কাজ করার অঙ্গীকার করেন। আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জেলার প্রতিটি আসনে বিপুল ভোটে আওয়ামী লীগের প্রার্থীদের জয়ী করার অঙ্গীকার করেন।
নাটোর জেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপির সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম, সহ-সভাপতি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উমা চৌধুরী জলি, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোত্তোজা আলী বাবলুসহ কার্যনির্বাহী কমিটির সকল সদস্য।
বিডি প্রতিদিন/এএ
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        