পবিত্র রমজান মাস কেন্দ্র করে নিত্য প্রয়োজনীয় কোনো ধরনের পণ্যের দাম বাড়ানো যাবে না বলে ব্যবসায়ীদেরকে জানিয়ে দিয়েছেন ‘দ্য ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আমিনুল হক শামীম সিআইপি। শুক্রবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ময়মনসিংহ চেম্বার ও জেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় স্থানীয় ব্যবসায়ীদেরকে উদ্দেশ্যে এমন নির্দেশনা দেন তিনি।
সভায় আমিনুল হক শামীম বলেন, পণ্য মজুত করে বাজারে কৃত্রিম সংকট তৈরি করতে চাইলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকলের সহযোগিতায় বাজার স্থিতিশীল রাখতে চাই। প্রকৃত মুনাফার চেয়ে অতিরিক্ত মুনাফা না করলে মোবাইল কোর্টেরও প্রয়োজন হবে না।
রোজার মাসে ব্যবসায়ীদের মানবিক হওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, মানহীন, ভেজাল ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করবেন না। কোনো ব্যবসায়ী ওজনে কম দেওয়ার চেষ্টা করবেন না। আপনাদের এসব কিছু মনিটরিং করার জন্য আমাদের একটি টিম সার্বক্ষণিক বাজারগুলোতে থাকবে।
বাস মালিক সমিতিকে উদ্দেশ্য করে আমিনুল হক শামীম বলেন, ইফতারের তিন ঘণ্টা আগে যেসব যাত্রী গন্তব্যের উদ্দেশ্যে বাসে উঠবেন, তাদের জন্য পানি-খেজুর-বনরুটি রাখুন।
সভায় ব্যবসায়ী সমিতির নেতারা আশ্বস্ত করে বলেন, রমজানে ময়মনসিংহে কোনো পণ্যের দাম বাড়বে না। সরকারি নির্দেশনা মেনে বাজার স্থিতিশীল রাখা হবে। শনিবার থেকে প্রতিটি বাসে পানি-খেজুর-বনরুটি রাখা হবে বলেও আশ্বস্ত করেন পরিবহন নেতারা।
মতবিনিময় সভায় জেলা প্রশাসক মোস্তাফিজার রহমান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক ইন্সপেক্টর সৈয়দ মাহবুবুর রহমান, ময়মনসিংহ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়, মটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ চেম্বারের সহ সভাপতি শংকর সাহা, মটর মালিক সমিতির সম্পাদক সোমনাথ সাহাসহ ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
এদিকে রমজানকে কেন্দ্র করে গরু, খাসী, ছাগল ও ভেড়ার মাংসের দাম নির্ধারণ করে দিয়েছে ময়মনসিংহ সিটি করপোরেশন।
বৃহস্পতিবার রাতে সিটি করপোরেশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। সেখানে উল্লেখ করা হয়ে-মাংসের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে মাংস বিক্রেতা সমিতির সাথে আলোচনা করে গরুর মাংস ৬৫০-৭০০ টাকা, খাসীর মাংস এক হাজার টাকা, ভেড়ার মাংস ৭০০-৭৫০ টাকা ও ছাগলের মাংস ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।
বিডিপ্রতিদিন/কবিরুল
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        