ঝিনাইদহে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হচ্ছে। এ উপলক্ষে রবিবার সকাল সাড়ে ৬টায় শহরের চুয়াডাঙ্গা স্ট্যান্ডে শহীদ স্মৃতিসৌধে পুষ্পমাল্য অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।
পরে প্রেরণা একাত্তর চত্বরে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। প্রথমে রাষ্ট্রের পক্ষে জেলা প্রশাসক মনিরা বেগম, পরে পুলিশ সুপার আশিকুর রহমান, পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, ঝিনাইদহ প্রেস ক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
এর আগে সকাল থেকেই ২৬ মার্চ উপলক্ষে শহীদ স্মৃতিসৌধে জড়ো হতে থাকেন মানুষ। এছাড়া দিনব্যাপী আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বিডি প্রতিদিন/এমআই