বরগুনায় খোলা বাজারে সুলভ মূল্যে পণ্য বিক্রি শুরু হয়েছে। মঙ্গলবার থেকে বরগুনায় প্রাণী সম্পদ বিভাগ দুধ, মাংস, ডিম ও মুরগি খোলা বাজারে বিক্রি শুরু করেছে। সকাল সাড়ে ১০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক হাবিবুর রহমান।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পুলিশ সুপার আব্দুস ছালাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কাওসার হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমানসহ গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক হাবিবুর রহমান বলেন, রমজান মাসে স্বল্প আয়ের সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে পণ্য কিনতে পারেন এজন্যই প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেয়া হয়েছে।বরগুনা সদর উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, সুলভ মূল্যে যাতে প্রাণীসম্পদ পণ্য নিম্ন আয়ের মানুষ কিনতে পারে, তার জন্য এই উদ্যোগ। ৩০ রমজান পর্যন্ত সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কার্যক্রম চলবে।
এসময় দুধ প্রতি কেজি ৫৫ টাকা, গরুর মাংস প্রতিকেজি ৬৫০ টাকা, ডিম হালি ৪০ টাকা, সোনালী মুরগি কেজি ৩২০ টাকা করে বিক্রি করা হবে।
বিডি প্রতিদিন/এমআই