১৩ এপ্রিল, ২০২৩ ২০:৩৮

শরণখোলায় কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাট প্রতিনিধি

শরণখোলায় কোরআন তেলাওয়াত 
প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে ও ইউনিয়ন পরিষদের সহযোগীতায় পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে উপজেলাব্যাপী স্কুল ও মাদ্রাসার ছাত্রছাত্রীদের অংশগ্রহণে সহীহ কোরআন তেলওয়াত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে রায়েন্দা সরকারি পাইলট হাইস্কুল প্রাঙ্গনে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। 

শরণখোলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, শরণখোলা উপজেলা পরিষদের চেয়ারম্যান রায়হান উদ্দিন শান্ত। অনুষ্ঠানে.উপজেলা পরিষদের বাইস চেয়ারম্যান মো. হাসানুজ্জামান পারভেজ, শরণখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকরাম হোসেন,শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. আজমল হোসেন মুক্তা, সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান মিলন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. নুরুজ্জামান খান, বীর মুক্তিযোদ্ধা এমএ খালেক খান, আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন খোকন, শরণখোলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ। পরে বিজয়ী প্রতিযোগীদের হাতে নগদ টাকাসহ পুরস্কার সামগ্রী তুলে দেয়া হয়। 

বিডি প্রতিদিন/এএ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর