বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে (ব্রি) শুক্রবার বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টার দিকে ব্রি কো-অপারেটিভ মার্কেটের সামনে থেকে একটি বর্ষবরণ শোভাযাত্রা বের হয়ে ব্রি’র সদর দপ্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ব্রি’র মহাপরিচালক ড. মো. শাহজাহান কবীর শোভাযাত্রার নেতৃত্ব দেন। শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে ড. মো. শাহজাহান কবীর সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানান।
শোভাযাত্রায় ব্রি’র পরিচালক (গবেষণা) ড. মোহাম্মদ খালেকুজ্জামান, পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. মো. আব্দুল লতিফসহ ব্রি’র সকল বিভাগীয় ও শাখা প্রধানগণ, সর্বস্তরের বিজ্ঞানী, কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।বিডিপ্রতিদিন/কবিরুল