জাতীয় পরিসেবা '৯৯৯' এ সংবাদ পেয়ে বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুই বাসযাত্রীকে ১০ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুর ২টায় তাদের আদালতে পাঠানো হয়। এর আগে শনিবার রাত সোয়া ৩ টায় শাজাহানপুর উপজেলার মাঝিড়া ইউনিয়নের জব্বার হোটেলের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শরাফত ইসলাম জানান, জাতীয় জরুরী সেবা ‘৯৯৯’ এ খবর পেয়ে শাজাহানপুরে জব্বার হোটেলের সামনে অভিযান চালানো হয়। এই সময় খাগড়াছড়ি থেকে আসা ঠাকুরগাঁওগামী এক বাসে অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ কুমিল্লা জেলা সদরের নোয়াপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে মোঃ ফয়সাল (৩৫) ও ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গা উপজেলার পারুয়া গ্রামের মৃত ইসমাইল আলী মো. মোস্তফাকে (৩০) গ্রেফতার করা হয়। তারা দুইজন কুমিল্লা থেকে বাসে উঠে মাদকদ্রব্য গাঁজাগুলো নিয়ে ঠাকুরগাঁও যাচ্ছিলেন।
বিডি প্রতিদিন/এএম