বাগেরহাটের মোরেলগঞ্জে এক ভাঙ্গারি ব্যবসায়ীর গুদাম আগুনে পুড়ে ছাই হয়েছে। শনিবার দুপুর একটার দিকে পানগুছি নদীর ফেরিঘাট এলাকার শহিদুল শেখের গুদাম ঘরটি আগুনে পুড়ে যায়।
মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিন্ত্রণে আনে। ততক্ষণে একটি ইজিবাইক ও তিনটি ভ্যানগাড়িসহ কয়েক লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবি করেছেন শহিদুল ইসলাম।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের মোরেলগঞ্জ স্টেশন কর্মকর্তা প্রবীর দেবনাথ বলেন, গুদাম ঘরে থাকা সকল মালামাল পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের ঘটনা ঘটছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।বিডি প্রতিদিন/এমআই