রাজবাড়ীর সদর উপজেলার তিন কৃষকের প্রায় এক একর জমির পাকা বোরো ধান কেটে বাড়িতে পৌঁছে দিয়েছে রাজবাড়ী জেলা যুবলীগের নেতাকর্মীরা। আজ শুক্রবার সকালে সদর উপজেলার কাজিবাঁধা গ্রামের কৃষক মাসুম আলী, সেকেন শিকদার ও আবুল হোসেন শিকদারের জমির ধান কাটেন তারা।
জেলা যুুবলীগের সভাপতি শওকত হাসান ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেলের নেতৃত্বে প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মীরা প্রায় এক জমির পাঁকা ধান কেটে দেন।
উপকারভোগী কৃষকেরা বলেন, বৈরী আবহাওয়ার কারণে দ্রুত ধান কাটার প্রয়োজন ছিল। বিষয়টি স্থানীয় এক যুবলীগ নেতার কাছে বললে তারা আমাদের জমির ধান কেটে দেয়। দ্রুত সময়ের মধ্যে ধান কাটতে পারায় আমাদের অনেক উপকার হয়েছে। রাজবাড়ী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক নুরুজ্জামান মিয়া সোহেল বলেন, ২৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অসহায় কৃষকদের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেওয়ার সিধান্ত দিয়েছেন কেন্দ্রীয় যুবলীগ। সেই নির্দেশনা মেনে আমরা রাজবাড়ীতে অসহায় কৃষকদের ধান কাটার কার্যক্রম হাতে নিয়েছি। আজ তিনজন কৃষকের ধান কাঁটা হয়েছে। আগামীতে আরও অসহায়ক কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দেওয়া হবে।
ধান কাটার কার্যক্রমে পৌর যুবলীগের সভাপতি সাফায়েত আলী, ইউনিয়ন যুবলীগের সভাপতি মাইনুল হাসান তুষার, সাধারণ সম্পাদক ইব্রাহীম মোল্লাসহ যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/এএ