বঙ্গবন্ধুর স্বপ্নপূরণ, বিনা মূল্যে আইন সহায়তার দ্বর উম্মোচন- প্রতিপাদ্যে ঝালকাঠিতে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। ঝালকাঠি জেলা জজ আদালত প্রঙ্গনে শুক্রবার র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফারাহ্ গুল নিঝুম, পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক এমএ হামিদ, চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো: পারভেজ শাহরিয়ার, জেলা লিগ্যাল এইড অফিসার মো: আমিরুল ইসলাম ও পিপি জেলা আইনজীবি সমিতির সভাপতি আ: মান্নান রসুল।
সভায় লিগ্যাল এইড সুবিধাভোগী আ: মালেক, বোরহান উদ্দিন খান ও রোকেয়া বেগম প্রমুখ তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করে বক্তব্য রাখেন। সভায় সিনিয়র এড. আ:জলিলকে এবছর সেরা প্যানেল আইনজীবি ঘোষণা করা হয়। তাকে সেরা প্যানেল আইনজীবি পুরস্কার ও সনদ প্রদান করা হয়।
সভায় জেলা ও দায়রা জজ এবং জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ ওয়ালিউল ইসলাম বলেন, আইনের দৃষ্টিতে রাষ্ট্রের সকল জনগণের ন্যায় বিচার পাওয়ার অধিকার রয়েছে।
আলোচনা সভার আগে একটি বর্ণাঢ্য র্যালি জেলা জজ আদালত প্রাঙ্গণ হতে সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের নেতৃত্বে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।
বিডি প্রতিদিন/এএম