২৯ এপ্রিল, ২০২৩ ১৮:৪৮

১১ বছর পর বরগুনায় খেলাঘরের জেলা সম্মেলন

বরগুনা প্রতিনিধি

১১ বছর পর বরগুনায় খেলাঘরের জেলা সম্মেলন

বরগুনা জেলা খেলাঘরের ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১১ বছর পর আজ শনিবার জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টায় র‌্যালি শেষে জাতীয় সঙ্গীত পরিবেশসহ জাতীয় ও খেলাঘরের সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

প্রধান অতিথি বরগুনা -১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু সম্মেলনের উদ্বোধন করেন। সম্মেলনের সফলতা কামনা করে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন খেলাঘর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক পান্না কায়সার। খেলাঘর জেলা সভাপতি মনিরুজ্জামান নসার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বরগুনা পৌর মেয়র অ্যাড. কামরুল আহসান মহারাজ, খেলাঘর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক প্রণব সাহা, কেন্দ্রীয় সহ-সভাপতি চিত্ত রঞ্জন শীল, সহ-সভাপতি হান্নান চৌধুরী, যুগ্ম সম্পাদক সুনীল কুমার, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি অ্যাড শাহজাহান, শ্রমিক ফেডারেশনের সভাপতি মুক্তিযোদ্ধা সুখ রঞ্জন শীল, প্রেসক্লাব সভাপতি অ্যাড. সঞ্জীব দাস। 


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর