২৯ এপ্রিল, ২০২৩ ২১:৪৮

বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি

বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু

ঈদের ছুটি শেষে টানা ১০ দিন বন্ধ থাকার পর শনিবার থেকে ফের নতুন করে জেলার ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গসোনাহাট স্থলবন্দর দিয়ে আমাদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। বঙ্গসোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন। 

এর আগে ঈদুল ফিতরের কারণে ১০ দিন ধরে ভারত ও বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখে বন্দর কর্তৃপক্ষ। কুড়িগ্রামের বঙ্গসোনাহাট স্থল বন্দর দিয়ে দিয়ে ভারত থেকে পাথর ও কয়লা আমদানি করে আসছেন বাংলাদেশি ব্যবসায়ীরা সেইসাথে প্লাষ্টিক সামগ্রী, গার্মেন্টস ঝুট, নেট ও পামওয়েল আমদানি করেন ভারতীয় ব্যবসায়ীরা। 

এ ব্যাপারে সোনাহাট স্থলবন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) মোহাম্মদ রহুল আমীন জানান, ঈদের কারণে গত ১৯ এপ্রিল এ বন্দরের কার্যক্রম সাময়িক বন্ধ রেখে তা  ২৭ এপ্রিল পর্যন্ত ৯ দিন ছিল। কিন্তু শুক্রবার সাপ্তাহিক ছুটির কারণে ১০ দিন পর শনিবার  থেকে পুনরায় বন্দরের সব ধরণের ব্যবসায়ীক কার্যক্রম চালু করা হয়।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর