নাটোর জেলা ট্রাক, ট্রাংকলরি ও কার্ভাড ভ্যান পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচনে মোস্তারুল আলম সভাপতি এবং হাবিবুর রহমান চুন্নু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচিত অন্যরা হলো বাদল প্রাং সহ-সভাপতি, নাজমুল শেখ বাপ্পী যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুস সালাম খান সাংগঠনিক সম্পাদক, আশা প্রাং অর্থ সম্পাদক, তোতা মিয়া দপ্তর সম্পাদক, ফজলু প্রাং প্রচার সম্পাদক, সুলতান আরেফিন সমাজ কল্যাণ সম্পাদক ও মো. রাসেল সড়ক সম্পাদক।
এছাড়া সদস্য পদে নির্বাচিত হয়েছেন আশিকুর রহমান কোয়েল, কামাল মৃধা ও লিটন শেখ। নির্বাচনে আলম-চুন্নু প্যানেল এবং রওনক-জলিল প্যানেল নামে দুটি প্যানেলে ১৩ টি পদে একজন স্বতন্ত্রসহ মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
শনিবার সকাল ৯টা থেকে এই ভোট গ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত। মোট ২৩৭৬ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। শহরের আলাইপুর অনিমা চৌধুরী অডিটোরিয়ামে এই ভোট গ্রহণ করা হয়। নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট আরিফ সরকার এবং সদস্য সচিব জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মালেক শেখ।
বিডিপ্রতিদিন/কবিরুল